top of page

About us

Bhabuk Sabha is a students’ academic forum, active since 2018. Its name derives inspiration from Sukumar Ray’s satirical play "Bhabuk Sabha": an inspiration that struck our founder member Sourav Chattopadhyay. Ray’s play was written to poke fun at all-consuming contemplations, and yet its name at face value invites the reader into the exercise of thinking. We have tried to move forward with both these playful and the serious aspects: covering light-hearted discussions and easy understanding of concepts, as well as larger events. Functioning primarily within the university space, our primary objectives have been to initiate discussions in Bengali, and generate a critical vocabulary that can flow across both Bengali and English; and to critically explore possibilities of a pedagogy to cross-examine the idea of the modern university, its present, pasts and and political futures.

Untitled473_20220313120926.png

আমাদের কথা

অবাক কল্‌লে! ঠিক যেমন শাস্ত্রে আছে উক্ত—
ভাবের ঝোঁকে একেবারে বাহ্যজ্ঞান লুপ্ত।
সাংঘাতিক এ ভাবের খেলা বুঝতে নারে মূর্খ—
ভাবরাজ্যের তত্ত্ব রে ভাই সূক্ষ্মাদপি সূক্ষ্ম!

সুকুমার রায়ের একটি ছোট নাটক থেকে মেজাজ আর নামটুকু ধার করে আমাদের ‘ভাবুক সভা’ চলছে বেশ কয়েকদিন হয়ে গেল। বন্ধুরা মিলে নিয়মিত পড়াশোনা, আড্ডা, তর্কের মধ্যে দিয়ে একটা বোঝাপড়া তৈরী করা, প্রয়োজনে আবার চাপান-উতোরের মধ্যে দিয়ে যাওয়া – প্রয়াসেই পাঠচক্রটির কথা ভাবা।

untitled-design-1.webp

পাশাপাশি ‘ভাবের ঘরে ভোঁ’ হওয়ার বিষয়টা তো মাথায় থাকেই। মাঝেমাঝেই নতুন ভাবনার গত চিনে নেওয়ার স্বার্থে ডেকে নেওয়া হয়েছে তুলনায় অভিজ্ঞতর কোনও ভাবুককে। তখন অবশ্য আমাদের বোলচাল একটু গম্ভীর প্রকৃতির হয়ে যায়।

২০১৮ সালে শুরু হয়ে ভাবুক সভার কাজকর্ম চলেছে নানা পথে। আমাদের বন্ধুবৃত্তে রোজকার ছোটখাটো আড্ডার সমান্তরালে ‘বুঝে পড়া, পড়ে বোঝা’, ‘রিথিঙ্কিং দ্য ইউনিভার্সিটি’, ‘এই সময়, আমার চোখে’, ‘কলেজ ক্রনিকলস’ – এরকম কিছু বক্তৃতামালার আয়োজন করে থাকি আমরা। এছাড়া বিবেচনা সাপেক্ষে কিছু বই প্রকাশ অনুষ্ঠানের উদ্যোগে শামিল হয়েছি আমরা। পাশাপাশি একটা ওয়েবব্লগ তৈরি করা গেছে। সেখানে খুচখাচ কিছু লেখা, প্রতিবেদন, মতামত, এমনকি বিষয়ভেদে সাধ্যমত তথ্য-উপাত্ত এক জায়গায় করেও মাঝেমধ্যে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি। কাজ চলছে। ২০২২ এর ডিসেম্বরে আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (কলেজ) কয়েকজন প্রাক্তনীর নেতৃত্বে এবং সহায়তায় দু’দিন জুড়ে ইতিহাসবিদ রণজিৎ গুহর শতবর্ষ উদযাপন করেছি একটি আন্তর্জাতিক স্তরের আলোচনা সভার আয়োজনের মাধ্যমে। এসবের বিস্তারিত বিবরণ আমাদের কাজকর্ম (Activities) বিভাগে পাওয়া যাবে।

এই ওয়েবসাইট ছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক পেজ আছে। সেখানে আমাদের তরফে খবরাখবর জানানো হয়।

– সৌরভ চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত

(আহ্বায়ক/ সম্পাদক)

bottom of page