
বুঝে পড়া, পড়ে বোঝা
"Bujhe Pora, Pore Bojha":
Of Reading and Understanding
What is this all about?
ভাবুক সভা-র তথাকথিত শুরুয়াত 'বুঝে পড়া, পড়ে বোঝা' উদ্যোগটির মাধ্যমে। নির্দিষ্ট কোনও রচনা, তত্ত্বপ্রস্থান, চিন্তাপদ্ধতি অথবা চিন্তককে কেন্দ্রে রেখে বিষয়ভিত্তিক পড়াশোনা, আলোচনা, ভাবনা বিনিময়, চাপানউতোরের মধ্যে দিয়ে একটা বোঝাপড়া তৈরির চেষ্টা চালিয়ে যাওয়াই এই সভাগুলির উদ্দেশ্য। আলোচনার সূত্র ধরে দিতে উপস্থিত থাকতে পারেন অভিজ্ঞতর কোনও পাঠক। এই সভাগুলিতে আমরা চেষ্টা করি যথাসম্ভব চলিত বাংলায়, মুখের লব্জে ভারী ভারী বিষয়ে কথাবার্তা চালাতে।
The workings of Bhabuk Sabha began with this series. In this series, we undertake close reading and discussions of important and sometimes less-read texts, or attempt to gather a basic understanding of critical concepts. The discussions are led by scholars with expertise in the respective domains. This series is particularly aimed at widening the scope of reading and understanding for students. The discussions in this series are conducted in Bengali.
বোঝাপড়ার হিসেবনিকেশ
Our events so far

200 Years of Karl Marx: Reading the Economic and Philosophic Manuscripts
কার্ল মার্ক্সের জন্মের দ্বিশততম বছরে আয়োজিত এই সভায় আমরা একসঙ্গে পড়েছি মার্ক্সের Economic and Philosophic Manuscripts of 1844। সঙ্গে ছিলেন দেবরাজ ভট্টাচার্য। উপরি পাওনা তাঁর সংকলিত মার্ক্স ও তাঁর চিন্তাভাবনা নিয়ে হালফিলের মানে একুশ শতকে প্রকাশিত হওয়া উল্লেখযোগ্য বইপত্র ও লেখালেখির একটা লম্বা তালিকা। তালিকাটি পাবেন এখানে।
০১

মনোবিশ্লেষণ এবং মহাদেশীয় দর্শনে 'সাবজেক্টিভিটি'
০৩
মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রচনা বা এবং ধারণা নিয়ে বসা ভাবুক সভা-র এই আসরের আলোচ্য বিষয় ছিল 'Subjectivity'। বক্তা ছিলেন অধ্যাপক অর্ক চট্টোপাধ্যায়। 'Being', 'identity', ও 'subjectivity' -- ব্যক্তিসত্তার নানাবিধ দিক এবং দর্শন, রাজনীতি ও মনোবিজ্ঞানে এই ধারণাগুলির ব্যবহার বিষয়ে কথাবার্তা হয়। ফরাসী মনোবিশ্লেষক জাক্ লাকাঁ-র 'split subject' ও subjecthood-এর ধারণার নানা পরতের কথা তুলে ধরেন অধ্যাপক চট্টোপাধ্যায়।

অম্বেডকর: নিবিড় পাঠে
বি. আর. অম্বেডকরের The Philosophy of Hinduism এবং The Untouchables: Who Were They? and why They Became Untouchables - বইদুটিকে কেন্দ্র করে আলোচনা হয়। বইদুটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কল্যাণ কুমার দাস ও অধ্যাপক সম্রাট সেনগুপ্ত।
০২

০৪
পলিটিকাল ইকনমি
'পলিটিকাল ইকনমি-র ইতিহাস ও তাত্ত্বিক ধারণার কিছু গোড়ার কথা বুঝে নিতে বসে ভাবুক সভা-র এই আসর। প্রধান আলোচক অধ্যাপক ইমন মিত্র, সমন্বয়ে অধ্যাপক উপল চক্রবর্তী। পলিটিকাল ইকনমি-র নানাবিধ প্রতিশব্দ ও পরিবর্তনশীল ধারণা নিয়ে আলোচনা শুরু হয়। মুখ্যত তিন চিন্তক: অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো ও কার্ল মার্ক্সের চিন্তা ধরে এগোয় আলোচনা। 'Value' ও 'labour' এই ক্যাটগরিগুলির গঠন ও বিবর্তন বিষয়ে দীর্ঘ আলোচনা করেন অধ্যাপক মিত্র।